............শাখা।
Thursday, March 18, 2021
............শাখা।
টু
দি এজেন্ট / ম্যানেজার,
—ব্যাঙ্ক, —শাখা,
ব্যাঙ্কের ঠিকানা
প্রিয় মহাশয়, | আপনার/আপনাদের ব্যাঙ্কে আমার একটি সেভিংস (ব্যাঙ্ক অ্যাকাউন্ট/সঞ্চয়ের হিসাব। আছে। ঐ অ্যাকাউন্টটির/হিসাবটির নম্বর হল।
দুর্ভাগ্যবশতঃ কয়েকদিন আগে আমি যখন বাইরে ছিলাম তখন আমার পাশবইটি হারিয়ে গিয়েছে। তাই আমাকে একটি নতুন পাশবই দিতে অনুরােধ করছি। এজন্য যদি আমার কিছু করণীয় থাকে তা অবশ্যই করতে বাধ্য থাকিব।
ধন্যবাদান্তে,
মাননীয় প্রধান
গ্রাম পঞ্চায়েত,
জেলা
প্রিয় মহাশয়,
আমি জেলার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা। বন্যায় আমার বসতবাড়ি নষ্ট হয়ে গেছে। আমি খুব দরিদ্র। তাই আমার পক্ষে নতুন করে বাড়ি তৈরি করা অসম্ভব। আমি পঞ্চায়েত থেকে ছয় হাজার টাকা ঋণ নিতে চাই। বর্তমান্তে আমি চব্বিশ কিস্তিতে ঋণের টাকা পরিশােধ করব।
আশা করি, যত শীঘ্র সম্ভব, আপনি আমার গৃহঋণ অনুমােদন করে বাধিত করবেন।
ধন্যবাদসহ ।
আবেদনকারীর ঠিকানা ও তারিখ।
................................................
...................................
মাননীয় ম্যানেজার।
গ্রামীণ ব্যাঙ্কের নাম
ও ঠিকানা
প্রিয় মহাশয়, . আমি জেলার ... গ্রামের ৩ বিঘা জমির একজন ভাগচাষী। গত বছর বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য মূলধনের অভাবে আমি আগামী মরশুমে ফসল বুনতে পারবাে না।
এমতাবস্থায়, আমি আপনার ব্যাঙ্ক থেকে ছয় হাজার টাকার ঋণ নিতে চাই। আগামী এক বছরের মধ্যে তিনটি সমান কিস্তিতে ঋণের টাকা সুদসহ পরিশােধ করব।
আশা করি, যত শীঘ্র সম্ভব, আপনি আমার ঋণ অনুমােদন করে বাধিত করবেন।
ধন্যবাদসহ বিনীত
আবেদনকারীর স্বাক্ষর
.....................................
আবেদনকারীর
ঠিকানা ও তারিখ ঃ.......
অফিসারের পদ
ও ঠিকানা
প্রিয় মহাশয়,
দুঃখের সঙ্গে জানাই যে গত মাসের যে ইলেকট্রিক বিল আমি গতকাল পেয়েছি তা পূর্ববর্তী। মাসগুলির তুলনায় অনেক বেশী মনে হচ্ছে। এই বিলে যে টাকা ধার্য করা হয়েছে তা আমি সাধারণত নিয়মিত যা পেয়ে থাকি তার থেকে অনেক বেশী। অথচ আমার বিদ্যুৎ খরচ আগের মত একই আছে।
আশা করি, আপনি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন এবং প্রয়ােজনীয় ব্যবস্থাটি। অবলম্বন করবেন।
ধন্যবাদান্তে,
আবেদনকীর ঠিকানা
তারিখ ঃ..................
....................