Wednesday, March 17, 2021

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উচ্চশিক্ষার জন্য অর্থের আবেদন। ( Request for money for higher education to the Hon'ble Chief Minister of West Bengal In bangla)

পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী।

সমীপেষু।

বিষয় : উচ্চ শিক্ষার জন্য অর্থের আবেদন |

মাননীয় মহাশয়,

এতদ্বারা আপনাকে জ্ঞাত করা যাচ্ছে যে, আমি দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের একজন দীন মজুর। বাড়ি বাড়ি জন মজুর খেটে খাই। বাড়িতে বউ-মেয়ে বিড়ি শ্রমিক। এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৫টি লেটার সহ আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে। উচ্চ মাধ্যমিক ভর্তিও হয়েছে পাড়ার কয়েকজনের আর্থিক সাহায্যে। কিন্তু বই কেনার পয়সা সংগ্রহ করতে পারছি না। ও বলছে আমার সঙ্গে জন-মজুর খাটবে। আমার এবং ওর মায়েরও ইচ্ছা ওকে আরও পড়ানাের। এ বিষয়ে আপনি যদি আমাদের কিছু সাহায্য করেন,তবে বাধিত হব। আমার সশ্রদ্ধ নমস্কার নেবেন।

তাং_____

নিবেদক ইতি_____

স্বাক্ষর_____


No comments:

Post a Comment