কর্তৃপক্ষের পদ ও ঠিকানা।
এ প্রসঙ্গ : খারাপ মিটার পাল্টানাে। মিটার নং
কনজিউমার নং
প্রিয় মহাশয়,
দুঃখের সঙ্গে জানাই যে, গত দুই মাস ধরে আমার মিটারটি কাজ করছে না। মিটার অকেজো হয়ে পড়ায় মিটার থেকে রিডিং নেওয়া হচ্ছে না। আপনারা গড়পড়তা হিসাবে বিল পাঠাচ্ছেন কিন্তু এরকম অবস্থা বেশীদিন চলতে পারে না।
এমত অবস্থায় আমার অনুরােধ, আপনারা লােক পাঠিয়ে খারাপ মিটারটি সরিয়ে তার জায়গায় নতুন মিটার বসিয়ে দেবেন যাতে যথাযথ রিডিং নেওয়া সম্ভব হয় এবং ঠিকমত বিল তৈরি করা হয়।
আশা করি, আমার বিষয়টি নতুনভাবে বিবেচনা করে যথাশীঘ্র মিটার পরিবর্তনের আদেশ দেবেন।
ধন্যবাদান্তে,
আবেদনকারীর ঠিকানা।
তারিখ .............
আপনার বিশ্বস্ত
............................
............................
No comments:
Post a Comment