মাননীয় ম্যানেজার।
গ্রামীণ ব্যাঙ্কের নাম
ও ঠিকানা
প্রিয় মহাশয়, . আমি জেলার ... গ্রামের ৩ বিঘা জমির একজন ভাগচাষী। গত বছর বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য মূলধনের অভাবে আমি আগামী মরশুমে ফসল বুনতে পারবাে না।
এমতাবস্থায়, আমি আপনার ব্যাঙ্ক থেকে ছয় হাজার টাকার ঋণ নিতে চাই। আগামী এক বছরের মধ্যে তিনটি সমান কিস্তিতে ঋণের টাকা সুদসহ পরিশােধ করব।
আশা করি, যত শীঘ্র সম্ভব, আপনি আমার ঋণ অনুমােদন করে বাধিত করবেন।
ধন্যবাদসহ বিনীত
আবেদনকারীর স্বাক্ষর
.....................................
আবেদনকারীর
ঠিকানা ও তারিখ ঃ.......
No comments:
Post a Comment