Wednesday, March 17, 2021

অফিসে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন| (Application for leave of absence to office)

Application for leave of absence to office
 

মাননীয় ম্যানেজার

তারিখঃ ......
অফিসের নাম ও ঠিকানা

মহাশয়,

আমার বিনীত নিবেদন এই যে আমি গত সপ্তাহ থেকে জ্বরে শয্যাশায়ী হইয়া আছি। আমার চিকিৎসক ইহাকে ম্যালেরিয়া বলিয়া চিকিৎসা করেছে এবং এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।

অতএব, আমার বিনীত প্রার্থনা গত. . . . .থেকে দু’সপ্তাহের অসুস্থতার ছটি মঞ্জুর করে বাধিত করিবেন। এই আবেদনপত্রের সঙ্গে একটি ডাক্তারী সার্টিফিকেটও পাঠাইলাম|

নমস্কারান্তে,
আবেদনকারীর ঠিকানা।

ইতি ---
আপনার বিশ্বস্ত
........................

No comments:

Post a Comment