মাননীয় নির্বাচন কমিশনার মহাশয় সমীপেযু।
বিষয়: ভােটের ছবি তােলা
মাননীয়া মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমি এ বছর ভােটার হয়েছি। ভােটার লিস্টে নামও উঠেছে। কিন্তু ' যখন ছবি তােলা হয় তখন আমি অন্যত্র থাকায় ছবি চুলতে পারিনি। এখন কোথায় এবং কবি ছবি তুলতে পারব এবং ছবি তুলতে না পারলে ভােট দিতে পারব কিনা এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন।
তাং
নমস্কারান্তে ___
স্বাক্ষর___
No comments:
Post a Comment