(নিয়ােগকারীর ঠিকানা)
মাননীয় মহাশয়,
আমি বিশ্বস্তসূত্রে জানতে পারলাম যে আপনাদের অফিসে একজন পিওন প্রয়ােজন। আমি ঐ পদের জন্য আবেদন করছি।
আমি ..... সালে মাধ্যমিক পাশ করেছি এবং ইংরাজী ও হিন্দি পড়তে ও লিখতে পারি। আমি সাইকেল চড়তে জানি এবং কলকাতা ও হাওড়ার অধিকাংশ পথঘাট আমার চেনা। আমি একটি নামকরা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে পিওনের কাজ করেছি এবং এই কাজে যথেষ্ট অভিজ্ঞতা। অর্জন করেছি। আমার বয়স ২৫ বছর, স্বাস্থ্য ভাল এবং কঠোর পরিশ্রমে আমি সমর্থ। যদি আমাকে আপনাদের প্রতিষ্ঠানের সেবা করার সুযােগ দান করেন তাহলে আমি নিশ্চিত যে। অল্পকালের মধ্যে আমার শ্রম ও নিষ্ঠার দ্বারা আপনাদের সন্তুষ্ট করতে পারব।
উক্ত পদে আমাকে নিয়ােগ করার জন্য আপনার মহানুভবতার নিকট সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।
(দরখাস্তকারীর ঠিকানা)
তারিখ..........
আপনার অনুগত
...........................
No comments:
Post a Comment