(দরখাস্তকারীর/দরখাস্তকারিণীর ঠিকানা)
তারিখ :...........
(নিয়ােগকর্তার/নিয়ােগকর্তাদের নাম এবং ঠিকানা)
মাননীয় মহাশয়/মহাশয়গণ,
আজকের ... পত্রিকার ...সংস্করণে আপনার/আপনাদের একজন অভিজ্ঞ স্টেনােগ্রাফার
সমােজন জেনে এই দরখাস্ত পাঠাচ্ছি।
- আমি... বিশ্ববিদ্যালয়ের... বিভাগের একজন স্নাতুকরর্তমানে আমি প্রতি মিনিটে টি শব্দ টাইপ করতে পারি এবং শর্টহ্যাণ্ডে ... টি শব্দ লিখতে পারি। গত... বছর ধরে আমি একটি মাঝারি ধরণের বাণিজ্যিক সংস্থার স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছি কিন্তু এখানে ভবিষ্যতে কোন উন্নতির সুযােগ নেই বলে আমি এই চাকরীটি ছেড়ে দিতে চাইছি।
আমার বয়স বর্তমান : বছর এবং স্বাস্থ্য ভাল। আপনার/আপনাদের সময়মত সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে আমি সব সময় প্রস্তুত।
অনুগ্রহ করে আপনার/আপনাদের মতামত তাড়াতাড়ি জানাবেন।
ধন্যবাদান্তে
ইতি__
আপনার/আপনাদের বিশ্বস্ত
...........................................
No comments:
Post a Comment