Wednesday, March 17, 2021

স্কুলের বেতন মকুব করার জন্য আবেদন| (Application for waiver of school salary In bangla)

Application for waiver of school salary In bangla

মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু,

তারিখ ....
স্কুলের নাম ও ঠিকানা।

শ্রদ্ধেয় মহাশয়,

সবিনয় নিবেদন এই যে আমার পুত্র শ্রী .... আপনার স্কুলে অষ্টম শ্রেণী, খ বিভাগ, রােল৩০ এর ছাত্র। এতদিন ধরে আমি সময়মতাে স্কুলের বেতন দিয়ে এসেছি। কিন্তু বর্তমানে আমি খুব আর্থিক অসুবিধায় পড়েছি। ফলে বর্তমানে এই টাকা আমার পক্ষে পরিশােধ করা সম্ভব নয়। | এই অবস্থায় আপনার নিকট প্রার্থনা যদি আপনি এ বছরের মতাে স্কুলের সমস্ত দেয় থেকে আমাকে অব্যাহতি দেন তাহলে আমি খুব উপকৃত হবাে। আপনার এই দয়ার জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবাে। ধন্যবাদান্তে

আপনার বিশ্বস্ত
অভিভাবকের ঠিকানা
................................

অভিভাবকের স্বাক্ষর
................................


No comments:

Post a Comment