Wednesday, March 17, 2021

বেকার ভাতার জন্য মুখ্যমন্ত্রী কাছে আবেদন। (Application to the Chief Minister for unemployment allowance In Bangla)

 বিষয় : বেকারভাতা

 মাননীয় মহাশয়, 

এতদ্বারা আপনাকে জ্ঞাত করানাে যাচ্ছে যে, আমি আজ দশ বছর বি.এ. পাশ করে বসে। আছি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নামও নথিভুক্ত করেছি। আজ পর্যন্ত বহু জায়গায় চাকরির  আবেদনও করেছি। কিন্তু কোথাও একটা ইন্টারভিউও পাইনি। এমনকি বেকার ভাতাও নয়। অন্তত বেকার ভাতা পেতে পারি তার জন্য আপনার দ্বারস্থ হয়েছি। চাকরি না হােক অন্তত বেক ভাতাও তাে পেতে পারি।

আশাকরি ও বিষয়ে তাপনি এই অধমের প্রতি সদয় হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

নমস্কারান্তে,

তাং

ইতি___
স্বাক্ষর_


No comments:

Post a Comment