চন্দনগর পৌর নিগমের অধ্যক্ষ মহাশয় সমীপেষু,
চন্দননগর, হুগলি, তারিখ
বিষয় ও ব্যবসার লাইসেন্স
মাননীয় মহাশয়, - এতদ্বারা আপনাকে জ্ঞাত করাচ্ছি যে, আমি সম্প্রতি একটি টেলারিংয়ের দোকান করেছি। ওই দোকানের জন্য আমার পুরসভার কোনাে ব্যবসায়িক অনুমতিপত্র নেই।
মুহাশয়ের কাছে তাই আমার সবিনয় আবেদন এই যে, আমাকে ব্যবসায়িক অনুমতিপত্র দিয়ে বাধিত করবেন।
তাং
ঠিকানা.............
ধন্যবাদান্তে__
স্বাক্ষর__
No comments:
Post a Comment