(আবেদনকারীর ঠিকানা)
তারিখ ঃ...........
টু
দি এজেন্ট / ম্যানেজার,
—ব্যাঙ্ক, —শাখা,
ব্যাঙ্কের ঠিকানা
প্রিয় মহাশয়, | আপনার/আপনাদের ব্যাঙ্কে আমার একটি সেভিংস (ব্যাঙ্ক অ্যাকাউন্ট/সঞ্চয়ের হিসাব। আছে। ঐ অ্যাকাউন্টটির/হিসাবটির নম্বর হল।
দুর্ভাগ্যবশতঃ কয়েকদিন আগে আমি যখন বাইরে ছিলাম তখন আমার পাশবইটি হারিয়ে গিয়েছে। তাই আমাকে একটি নতুন পাশবই দিতে অনুরােধ করছি। এজন্য যদি আমার কিছু করণীয় থাকে তা অবশ্যই করতে বাধ্য থাকিব।
ধন্যবাদান্তে,
ইতি —
আপনার/আপনাদের বিশ্বস্ত
(ব্যাঙ্কে যে স্বাক্ষর আছে)
No comments:
Post a Comment