Wednesday, March 17, 2021

মহকুমা শাসকের কাছে আইন শৃঙ্খলার অবনতির ডন্য পত্র। (Letter of deterioration of law and order to the sub-divisional ruler In bangla)

মাননীয়
মহকুমা শাসক মহাশয় (এস.ডি.ও)
সমীপেষু

বিষয় আইন শৃঙ্খলার অবনতি

মহাশয় / মহাশয়া

    এতদ্বারা আপনাকে জানানাে যাচ্ছে যে, আমরা মগরা ব্লকের একটি প্রত্যন্ত গ্রামে বাস করি। আমাদের গ্রামটি আপনার শাসনাধীনেই। আজ একমাসের মধ্যে আমাদের গ্রামে তিনটি ভয়ঙ্কর, রকমের ডাকাতি হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযােগ দায়ের করেও কোন ফল ফলেনি। বাধ্য হয়ে এর প্রতিকারের জন্য আপনার দ্বারস্থ হয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে এর কোনাে ব্যবস্থা না হলে আমরা জেলা শাসককে জানাব।

আশাকরি আপনার সহযােগিতা ও সহানুভূতি পাব।

ধন্যবাদান্তে,

তাং.....

নিবেদক
স্বাক্ষরকারীবৃন্দ


No comments:

Post a Comment