মাননীয় ম্যানেজার,
ব্যাঙ্কের নাম
............শাখা।
............শাখা।
নিজ নাম.........
ঠিকানা ঃ...... ...
তাং .........
প্রিয় মহাশয়,
আমি গহনাপত্র এবং অন্যান্য মূল্যবান সামগ্রী রাখার জন্য আপনার ব্যাঙ্কে একটি লকার ভাড়া নিতে চাই। প্রথমত আমি পাঁচ বছরের জন্য ভাড়া নিতে ইচ্ছুক।
এই প্রসঙ্গে আমি জানতে চাই যে আপনাদের ব্রাঞ্চের সঙ্গে আমার একটি সুদীর্ঘকালের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আমার একটি কারেন্ট একাউন্ট (নং.........) ছাড়াও বিভিন্ন প্রকল্পে ১০০,০০০ টাকার অধিক স্থায়ী আমানত রয়েছে আপনার ব্যাঙ্কে।
আমি অতি সত্ত্বর একটি লকার চাই। আশা করি, উপরে লিখিত তথ্যগুলি বিবেচনা করে আপনি অনুগ্রহপূর্বক আমায় একটি লকার ভাড়া দেবেন। আপনার পত্র পেলে আনুষ্ঠানিক করণীয়গুলি সমাধা করব।
ধন্যবাদান্তে,
ইতি —
আপনাদের বিশ্বস্ত,
আবেদনকারীর স্বাক্ষর
No comments:
Post a Comment